ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোগী সেজে স্বর্ণের চেইন চুরিকালে হাতেনাতে ধরা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:২২, ২ জুন ২০২২

হাতেনাতে ধরা পড়া তিন নারী

হাতেনাতে ধরা পড়া তিন নারী

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নারীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার চুরির চেষ্টাকালে তিন নারীর প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ্বাস তাদেরকে এই দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম এলঅকার শিফা বেগম (৩৫), একই এলাকার জাহেদা বেগম (৫০) ও ফাতেমা বেগম (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে আসা নারীদের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। ওই চক্রের সদস্যরা রোগী সেজে হাসপাতালের টিকেট কাউন্টারের সামনে দাঁড়ায়। পরে কৌশলে লাইনে দাঁড়ানো অন্য নারী রোগীদের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে দণ্ড পাওয়া তিন নারীসহ এই চক্রের আরো কয়েকজন সদস্য টিকেট কাউন্টারের সামনে দাঁড়ায়। পরে তারা হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা এক নারীর গলার স্বর্ণের চেইন কাটার পর চেইনটি মাটিতে পড়ে গেলে নারীদের মধ্যে হৈচৈ পড়ে যায়। পরে সিসি ক্যামেরায় যাচাই করে ওই তিন নারীকে আটক করে পুলিশ।

খবর পেয়ে ভ্রাম্যমান আদালত ঘটনাস্থলে পৌঁছে তাদের প্রত্যেককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অরবিন্দ বিশ্বাস এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি