বাল্যবিবাহ থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়া শিক্ষার্থী
প্রকাশিত : ২১:০৮, ৩ জুন ২০২২
প্রতীকী ছবি
ঢাকার দোহার উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো ১৪ বছর বয়সী স্কুল পড়ুয়া এক শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে উপজেলার চর জয়পাড়া গ্রামের ছিদ্দীক শিকদারের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা গ্রামের মতি মিয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল কালামের সঙ্গে গোপনে মেয়ের বাড়িতে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল।
এমন সংবাদ পেয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন দোহার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, গোপনে বাল্যবিয়ের প্রস্তুতি চলছিল এমন সংবাদের ভিত্তিতে মেয়ের বাড়িতে উপস্থিত হয়ে কিশোরীর পরিবারের সঙ্গে কথা বলে বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। এসময় কিশোরীর বাবাকে আইনের আওতায় এনে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ এর (৮) ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড আদায় করে। পরে কিশোরীর বয়স ১৮ না হলে বিয়ের কোন রকম পদক্ষেপ নিবে না মর্মে কিশোরীর বাবা মায়ের নিকট থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কেআই//
আরও পড়ুন