ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

নড়াইলে মাদক মামলায় ২ নারীর যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১১, ৩ জুন ২০২২

নড়াইলে দুই নারী মাদক কারবারিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২ জুন) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ কেরামত আলী এ আদেশ দেন। 

দন্ডপ্রাপ্তরা হলেন-যশোরের বেনাপোল থানার ভবেরবেড় গ্রামের আজগার আলীর স্ত্রী ববিতা খাতুন (৪০) ও একই এলাকার মোহাম্মদ আলির স্ত্রী নাছিমা খাতুন (৪২)। 

এছাড়া তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় নাছিমা আদালতে উপস্থিত থাকলেও ববিতা পলাতক আছেন। 

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ৩১ মার্চ দুপুরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী গ্রামে মাদকবিরোধী অভিযানকালে ববিতার ব্যাগ থেকে ২৬ বোতল এবং নাছিমার পোশাকের ভেতর থেকে ১৪ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। তারা যশোর থেকে মাদক নিয়ে নড়াইলের কালিয়ায় আসছিল। এ ঘটনায় দুইজনের নামে কালিয়া থানায় মামলা দায়ের হয়। সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি