ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নওগাঁয় প্রশ্নফাঁস চক্রের সদস্যসহ ৭ পরীক্ষার্থী আটক

 নওগাঁ প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪৫, ৩ জুন ২০২২

Ekushey Television Ltd.

নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের এক হোতাসহ সাত পরীক্ষার্থী আটক হয়েছেন।  শুক্রবার পরীক্ষা চলাকালে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) তাদের আটক করে।

এনএসআই নওগাঁ অফিসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 
 
এতে বলা হয়- নওগাঁ পৌরসভাধীন বিএমসি মহিলা কলেজ কেন্দ্র থেকে চারজন, জনকল্যাণ মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র থেকে এক, সেন্ট্রাল গার্লস স্কুল কেন্দ্র থেকে এক এবং পিএম উচ্চ বিদ্যালয় থেকে একজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আটটি মোবাইল ফোন জব্দ করা হয়। 

আটককৃতদের মধ্যে প্রশ্নফাঁস চক্রের মূলহোতা হিসেবে কাজ করছিলেন মেহেদী হাসান। পরে আটককৃতদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি