ঢাকা, শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মেঘনার ভাঙনে বিলীন সরাইলের চার গ্রাম

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশিত : ১০:২৭, ৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

মেঘনার ভাঙনের কবলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের ৪টি গ্রাম। পানিশ্বর ইউনিয়নের নদীর তীরবর্তী ১৭টি চাতালমিলসহ পালপাড়া, শাখাইতি, দেওবাড়িয়া, লায়েরহাটি গ্রামের শতাধিক বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। 

এতে করে বসতবাড়িছাড়া হয়ে পরিবার নিয়ে অন্যত্র চলে গেছে কয়েকশ’ পরিবার ও বেকার হয়ে পড়েছেন চাতালমিলের শ্রমিকরা। মেঘনার তীরের প্রায় ৩ কিলোমিটার এলাকায় আরও শতাধিক পরিবার ও চাতালমিল ভাঙনের আতঙ্কে রয়েছে। 

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, অন্যান্য বছরের মত চলতি বছর বর্ষার শুরুতেই ভাঙন শুরু হয়েছে। উপজেলার মেঘনার তীরবর্তী পানিশ্বর ইউনিয়নের ৮টি পরিবারের বসতভিটা ও প্রায় ৫ একর জমির ধানসহ নদী গর্ভে বিলীন হয়ে গেছে।

স্থানীয় বাসিন্দা ওসমান গণি চেীধুরী ও ইউপি সদস্য মোস্তফা মিয়া বলেন, নদীর তীরবর্তী ১৭টি চাতালমিলসহ পালপাড়া, শাখাইতি, দেওবাড়িয়া, লায়েরহাটি গ্রামের বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙন রোধ করতে না পারলে অচিরেই পানিশ্বর উচ্চ বিদ্যালয়, বাজার ও কয়েকটি প্রাথমিক বিদ্যালয়সহ ৪টি গ্রাম পুরোপুরি নদী গর্ভে বিলীন হয়ে যাবে। 

নদীর ভাঙন ঠেকানোর জন্য নদী খনন এবং তীর রক্ষার জন্য স্থায়ী বেড়িবাধ নিমার্ণের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান তারা।

পানিশ্বর ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, এ বছর বর্ষার শুরুতেই লায়েরহাটির ৮টি পরিবার সম্পূর্ণভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সহযোগিতা ও নদী ভাঙন থেকে এলাকা রক্ষা করার জন্য সরাইল উপজেলা নির্বাহী অফিসার ও ব্রাহ্মণবাড়িয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের নিকট লিখিত আবেদন করা হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি