ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খালে গোসল করতে নেমে নারীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১০:৪০, ৪ জুন ২০২২ | আপডেট: ১০:৪১, ৪ জুন ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার কুরুলিয়া খালে গোসল করতে নেমে পানিতে তলিয়ে সীমা (২২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার বিকালে এ ঘটনা ঘটে। সীমা আখাউড়ার মসজিদ পাড়ার দুধ মিয়ার মেয়ে। শহরের নয়নপুরে ওসমান মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন সীমা।

স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে নয়নপুর ফরিদ মিয়ার বয়লারের ঘাট দিয়ে কুরুলিয়া খালে গোসল করতে নামে সীমাসহ ৪ জন। এসময় স্রোতের টানে তাদের সবাই খালের মাঝে চলে যায় এবং তলিয়ে যেতে থাকে। 

তা দেখে স্থানীয় লোকজন রশি ফেলে ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হলেও সীমা নিখোঁজ হয়। 

পরে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে এসে কুচুরীপানায় আটকে থাকা সীমার মরদেহ উদ্ধার করে। 

নিহত সীমার একটি পুত্র সন্তান রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি