ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে মাদারীপুরে সমাবেশ

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪২, ৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মাদারীপুর জেলা আওয়ামী লীগ। 

শনিবার (৪ জুন) বেলা ১১টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সামনে এসে শেষ হয়। সেখানেই এক প্রতিবাদ সভার আয়োজন করে জেলা আওয়ামী লীগ। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর পৌরসভার মেয়র ও জেলা যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ প্রমুখ। 

এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে জেলা আওয়ামী লীগের পাশাপাশি যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি