ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বাস-মোটরসাইকেলের সংঘর্ষে সেনা সদস্য নিহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ৪ জুন ২০২২

Ekushey Television Ltd.


রাজবাড়ীর গোয়ালন্দে যাত্রিবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাহেব আলী (শিহাব ২৭) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন।

শনিবার (৪ জুন) সকাল সাড়ে ১১টায় গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সাহেব আলী মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার গফফার মোল্লার ছেলে। 

গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস টিম লিডার মো. সাদেকুল ইসলাম জানান, শনিবার সকালে মাগুরা থেকে একটি মোটরসাইকেলে ঢাকায় যাচ্ছিলেন সাহেব আলী নামের ওই সেনা সদস্য। এ সময় মোটরসাইকেলটি গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় আসলে ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি দ্রুতগতির বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ ও ঘাতক বাসটিকে আটকের চেষ্টা চালাচ্ছে বলেও জানান তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি