ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুয়াকাটায় নিখোঁজ পর্যটক ভারতে উদ্ধার খবরে ধুম্রজাল সৃষ্টি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১২:২২, ৫ জুন ২০২২ | আপডেট: ১২:৩২, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হয়েছেন এক পর্যটক। পরে ভারতীয় জেলেদের হাতে উদ্ধার হওয়ার খবরে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। 

শনিবার দুপুরে ভারতের চেন্নাই থেকে ফিরোজ সিকদার তার বড়ভাই মাসুদ সিকদারের সাথে ফোনে কথা বলেছেন বলে খবর ছড়িয়ে পড়ে। 

কোন প্রকার সত্যতা যাচাই না করেই ফিরোজের বড় ভাই মাসুদ সিকদারের বরাত দিয়ে মহিপুর থানার ওসি আবুল খায়ের তার নিজের আইডি থেকে ফেসবুকে এক ভিডিও বার্তায় ভারতের চেন্নাইয়ে কোস্টগার্ডের হেফাজতে ফিরোজ সিকদার রয়েছেন বলে উল্লেখ করেন। 

এর ঘন্টা তিনেক পরে ওই ভিডিও মহিপুর থানার ওসি মুছে ফেললে জনমনে নানা প্রশ্ন শুরু হয়। 

ওসির ভিডিও বার্তায় বলা হয়, ফিরোজ কুয়াকাটা সৈকতে গোসল করতে নেমে ঢেউয়ের তোড়ে গভীর সমুদ্রে ভেসে যান। পরে হাতের কাছে পাওয়া একটি কলাগাছে ভেসে প্রায় ২৪ ঘন্টা পর ভারতীয় জেলেদের সহায়তায় উদ্ধার হন। এরপর ভারতের চেন্নাইয়ে কোস্টগার্ডের হাতে তুলে দিলে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। সর্বশেষ শনিবার দুপুরে ফিরোজ তার পরিবারের সাথে ফোনে কথা বলে বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন বলে উল্লেখ করেছেন ওসি। 

ভিডিওটি মুছে ফেলার কথা স্বীকার করে ওসি আবুল খায়ের বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে।

এদিকে যে নাম্বার থেকে কথা বলেছেন সেটি দিতে অস্বীকার করেন মাসুদ সিকদার।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের ইনচার্জ সহকারী পুলিশ সুপার আঃ খালেক বলেন, ফিরোজ সিকদার বেঁচে আছে এটি অনেকটা নিশ্চিত হওয়া গেলেও তার চেন্নাইয়ে থাকার দাবি নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। 

পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম বলেন, “বিস্তারিত জানতে আরও কিছু সময় লাগবে এবং আমরা বিষয়টি দেখছি।”

গত ২৭ মে স্বজনদের সাথে সাগরে গোসল করতে নেমে নিখোঁজ হন গলাচিপা উপজেলার আমখোলা এলাকার ফিরোজ সিকদার (২৭)। ওইদিন বিকালে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ ও মহিপুর থানা পুলিশ উদ্ধার তৎপরতা চালান। এরপর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দু’দিনব্যাপী কুয়াকাটা সৈকতসহ আশেপাশের এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি