ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সীতাকুণ্ডে নিহত ফায়ার কর্মীদের একজনের পরিচয় মিলেছে

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ৫ জুন ২০২২

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মী মনিরুজ্জামান

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মী মনিরুজ্জামান

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে সৃষ্ট আগুন নেভাতে গিয়ে এখন পযর্ন্ত ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন হলেন মনিরুজ্জামান (৩২)। 

রোববার (৫ জুন) ভোরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে লাশ শনাক্ত করে তার মামা। 

মনিরুজ্জামান সীতাকুণ্ডের কুমিরা ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লার নাঙ্গলকোট থানার শামসুল হকের ছেলে।
 
নিহত মনিরুজ্জামানের মামা মীর হোসেন বলেন, “ খবর পেয়ে হাসপাতালে এসে ভাগনের লাশ শনাক্ত করেছি। তার দুই বছরের একটি মেয়ে আছে। মনিরুজ্জামান আমার বড় বোনের ছোট ছেলে।”

তিনি আরও বলেন, “ গত শুক্রবার তার সঙ্গে সর্বশেষ দেখা হয়েছিল। তার কর্মস্থল কুমিরায় গিয়েছিলাম। ছবিও তুলেছি, একসঙ্গে খেয়েছি। ৭-৮ বছর হয়েছে চাকরিতে যোগ দিয়েছিল। দুই মাস আগে বদলি হয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনে আসে। এর আগে ঢাকার প্রধান কার্যালয়ে কর্মরত ছিল।”

তার স্ত্রী-সন্তান গ্রামের বাড়ি নাঙ্গলকোটে থাকে।

এদিকে, মনিরুজ্জামানের মৃত্যুর খবরে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

আরএমএ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি