ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

সাভারে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৪, ৫ জুন ২০২২

সাভারের বলিয়াপুরে দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখি সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও প্রায় ৩০ জন।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পূজা সরকার, আরিফুর রহমান ও কায়সার আহমেদ। তবে, তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

প্রতক্ষ্যদর্শী ও পুলিশ জানায়, সকালে ঢাকা-আরিচা মহাড়কের বলিয়াপুর এলাকায় ইউটার্নে একটি যাত্রবাহী বাস টার্ন নেয়ার জন্য ঘুরছিল। এসময় গরু বোঝাই একটি ঢাকাগামী ট্রাক বাসটির পেছনে ধাক্কা দেয়। পরে বাসটির সামনের অংশ নবীনগরগামী লেনে বের হয়ে গেলে ঢাকা থেকে আসা দ্রুতগামী বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের একটি স্টাফবাহী বাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে দুইজন মারা যান। 

এছাড়া এ ঘটনায় আহত হন অন্তত ৩০ জন। পরে সাভার ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সাভারের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে, দুর্ঘটনার খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো সরিয়ে নেয়।

সাভার হাইওয়ে পুলিশের ওসি আতিকুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি