ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:২৮, ৫ জুন ২০২২

Ekushey Television Ltd.

'একটাই পৃথিবী প্রকৃতির ঐকতানে টেকসই জীবন' এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় পাবনায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রাশাকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়। 

র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক জেলা প্রাশাসকের সেমিনার হলে আরোচনা সভায় মিলিত হয়। জেলা প্রাশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন জেলা পরিষদের নির্বাহী কর্মকতা কাজী আতাউর রহমান, অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) আফরোজ আক্তার, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী কর্মকতা নাজমুল হোসেনসহ অনেকে। 

সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য ঠিক রাখতে বৃক্ষ রোপনের উপর গুরুত্ব দিয়ে বলেন, বৃক্ষ পৃথিবী ঢাল হিসেবে কাজ করে। তাই প্রতিনিয়ত বৃক্ষ রোপন করতে হবে এবং বৃক্ষের পরিচর্যা করতে হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি