সীতাকুণ্ডে আগুন: নিহত ১৫ জনের পরিচয় শনাক্ত
প্রকাশিত : ১৮:১৫, ৫ জুন ২০২২
সীতাকুণ্ডের বেসরকারি বি এম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে নিহতদের মধ্যে ১৫ জনের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতদের লাশ শনাক্তে তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে বলে জানিয়েছে পিবিআই।
নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ১৫ জন হলেন, মোমিনুল হক, মহিউদ্দিন, হাবিবুর রহমান, রবিউল আলম, তোফায়েল ইসলাম, ফারুক জমাদ্দার, আফজাল হোসেন, মো. সুমন, মো. ইব্রাহিম, হারুন উর রশিদ, মো. নয়ন, শাহাদাত হোসেন, শাকিল তরফদার, শাহাদাত উল্লাহ জমাদার ও ফায়ার সার্ভিস কর্মী মনিরুজ্জামান।
আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যাদের আঙুলের ছাপ নেওয়া সম্ভব হচ্ছে না তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানা গেছে।
শনিবার (৪ জুন) রাতে সীতাকুণ্ডের বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। ডিপোর কনটেইনারে কেমিক্যাল জাতীয় দাহ্য পদার্থ থাকায় বিস্ফোরণ শুরু হয়। ফলে দ্রুত পুরো ডিপোতে আগুন ছড়িয়ে পড়ে। যা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।
এসবি/
আরও পড়ুন