ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

লাশ শনাক্তে নেওয়া হচ্ছে স্বজনদের ডিএনএ নমুনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৩, ৬ জুন ২০২২ | আপডেট: ১৩:২৬, ৬ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ৪৯ জনের মধ্যে ইতোমধ্যে ২২ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ২৫ জনের মরদেহ বেশি পুড়ে যাওয়ায় এখনও পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

আর এই ২৫ জনের পরিচয় নিশ্চিত করতে দরকার ডিএনএ পরীক্ষার। তাই শুরু হয়ে স্বজনদের কাছ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ। 

সোমবার (৬ জুন) সকালে ২২ জনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার প্লাবন কুমার বিশ্বাস জানান, রোববার রাত পর্যন্ত যে ৪৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ২৪ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে।

বাকি ২৫ জনের মরদেহ এতটাই পুড়ে গেছে যে চোখের দেখায় তাদের পরিচয় বোঝা সম্ভব হয়নি। সেজন্য লাশের দাবি নিয়ে আসা স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করতে সোমবার সকালে তাদের চট্টগ্রাম মেডিকেলে থাকতে অনুরোধ করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে।

সে অনুযায়ী পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সকালে নমুনা সংগ্রহ শুরু করেছে। জানা গেছে, ১১ জনের লাশের জন্য ১৯ জন স্বজন নমুনা দিতে এসেছেন। সিআইডির ফরেনসিক টিম সেই নমুনা সংগ্রহ করছে।

এসব নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে ঢাকায় সিআইডির ফরেনসিক ল্যাবে। সেখান থেকে ফলাফল পেতে মাসখানেক সময় লাগতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

আরএমএ/এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি