সিরাজগঞ্জে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু, আহত ৪
প্রকাশিত : ১৪:৪৪, ৬ জুন ২০২২
সিরাজগঞ্জের তাড়াশে রাস্তা পারাপারের সময়ে ঝুট ভর্তি ট্রাক চাপায় এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় ট্রাকটির সঙ্গে বিপরিত থেকে আসা আরেক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হয় দুই ট্রাকের চালক ও হেলপারসহ ৪ জন।
সোমবার (৬ জুন) সকালে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত খলিল প্রামানিক (৪০) মাগুড়া বিনোদ ইউনিয়নের হামকুড়িয়া খানপাড়া গ্রামের মৃত কাজেম প্রামানিকের ছেলে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে গাজিপুর থেকে ঝুট ভর্তি একটি ট্রাক রাজশাহীর দিকে যাওয়ার সময় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হামকুড়িয়া এলাকায় খলিলকে চাপা দিলে তার মুখমণ্ডল ক্ষতবিক্ষত হয়ে যায়।
পরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা আরেকটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সংঘর্ষে দুই ট্রাকের চালক ও হেলপাররা আহত হয়।
দুর্ঘটনায় নিহতের চেহারা বিকৃত থাকায় কেউ চিনতে পারছিলেন না। এ সময় লাশ উদ্ধার করে হাটিকুমুরুল হাইওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে নিহত ব্যক্তির ছেলে মো. নিজাম পরনের পোষাক দেখে তার বাবা বলে শনাক্ত করেন।
অন্যদিকে, দুর্ঘটনায় আহত চালক ও হেলপারদের সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
আরএমএ/এএইচ
আরও পড়ুন