ঠাকুরগাঁওয়ে হিমাগারে অতিরিক্ত ভাড়ার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত : ১৯:৪১, ৬ জুন ২০২২
ঠাকুরগাঁওয়ে হিমাগারে বস্তা প্রতি আলুর অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার আলু চাষি ও ব্যবসায়ীরা।
সোমবার দুপুরে জেলা আলু চাষী ও ব্যবসায়ী কল্যাণ সমিতির আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকার আলু চাষি ও ব্যবসায়ীরা অংশ নেন।
এসময় বক্তব্য দেন, আলুচাষি সমিতির সভাপতি আমজাদ আলী ও সাধারণ সম্পাদক হারিসুল ইসলাম, আলু চাষি আখতারুজ্জামান মালেক, রহিম, জয়নুল, হারুনসহ অনেকে। এসময় বক্তরা অবিলম্বে হিমাগারের ভাড়া কমানোর দাবি জানান। বিক্ষোভ শেষে তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, উভয়পক্ষকে নিয়ে কথা বলবো বলে আমরা আগামী বুধবার একটি মিটিং দিয়েছি।
কেআই//
আরও পড়ুন