ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হিজলায় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু 

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:১২, ৬ জুন ২০২২

Ekushey Television Ltd.

বরিশালের হিজলায় পুকুরের পানিতে ডুবে মামাতো ও ফুফাতে ভাই বোনের সলিল সমাধি ঘটেছে। সোমবার বেলা ১২টার দিকে উপজেলার ধুলখোলা ইউনিয়নের চর হিজলা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ওই গ্রামের মো. হারুন মাঝির ছেলে মোহাম্মদ আলী (৫) ও তার বোনের মেয়ে মেহেন্দিগঞ্জ উপজেলার পূর্বসাটি উলানিয়া গ্রামের লতিফ রাঢ়ীর মেয়ে নিলীমা (৪)।

তথ্য নিশ্চিত করে ধুলখোলা ইউনিয়নের সদস্য সোহরাব হোসেন বলেন,‘নিলিমা তার মায়ের সঙ্গে মামা হারুন মাঝির বাড়িতে বেড়াতে আসে। দুপুরে নিলিমা তার মামাতো ভাই মোহাম্মদ আলীর সঙ্গে বাড়ির পার্শ্ববর্তী মসজিদের পুকুর পাড়ে খেলা করছিল। খেলার ছলে তারা পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করে।

ইউপি সদস্য বলেন, ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি