ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

পটিয়ায় স্কুলছাত্রীকে ছুরিকাঘাতকারী আটক

পটিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪২, ৬ জুন ২০২২

চট্টগ্রামের পটিয়ায় আশিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী আকলিমা আকতারকে বিদ্যালয় থেকে ফেরার পথে পথরোধ করে ধারালো ছুরি দিয়ে আঘাতকারী সিএনজি চালক মো. রিপনকে (২৪) আটক করেছে পুলিশ৷ সে আশিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের দেওয়ান আলী চৌধুরী নতুন বাড়ির আবু ছৈয়দের ছেলে৷

রিপনকে আটকের বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, রিপনকে পটিয়া পৌর এলাকা থেকে আজ সোমবার (৬ জুন) সকালে আটক করা হয়েছে৷

জানা গেছে, গত ২৬ মে সকালে এসএসসি পরীক্ষার বিশেষ কোচিং শেষে বিদ্যালয় থেকে আকলিমা বাড়ি ফিরছিল। তার সঙ্গে আরও তিন সহপাঠী ছিল। তারা বাড়ির কাছাকাছি আশিয়া প্রাইমারি স্কুলের সামনে পৌঁছলে একটি সিএনজি অটোরিকসা তাদের পথরোধ করে। এ সময় সিএনজিচালক ছাত্রীদের কাছে আকলিমাকে জানতে চায়। এরপরই ওই সিএনজিচালক ধারালো ছুরি বের করে আকলিমার হাতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এ সময় চালকের মুখে মাস্ক এবং চোখে কালো চশমা ছিল। পরে ওই ছাত্রীকে স্থানীয়দের সহযোগিতায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ওই ঘটনায় সামাজিক মাধ্যমসহ এলাকায় তোলপাড় সৃষ্টি হয়৷ স্থানীয়রা হামলকারীকে গ্রেফতারের জন্য স্কুলের সামনে মানববন্ধনও করা হয়। 

আকলিমা আক্তারের মা হালিমা বেগমের জানান, আমার মেয়ের ওপর হামলাকারীকে আটকের খবর পেয়ে খুব খুশি হয়েছি৷ আমি চাই তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক, যাতে আর কোনো মাকে তার মেয়ের জন্য চোখের পানি ফেলতে না হয়।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি