ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুবকের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৩৭, ৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সোহাগ (২৩) নামে এক যুবকের ওপর কয়েক দফায় কিশোর গ্যাংয়ের হামলার ঘটনা ঘটেছে।

এ সোমবার (৬ জুন) রাতে এ ঘটনায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪-৫ জনকে অভিযুক্ত করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন। ডায়েরী নং-২৮৬।

এর আগে সোমবার বিকালে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন দ্বীন ইসলাম (১৯), বরকত (২০), সোলায়মান (২১) এবং জাকির হোসেন (৪০)।

ডায়েরি সূত্রে জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভুক্তভোগীকে অভিযুক্তরা নির্মমভাবে মারধর করে। হামলার বিষয়ে পুলিশকে জানালে ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় তারা।

ভুক্তভোগীর বাবা দেলোয়ার হোসেন বলেন, ২ দিন আগেও অভিযুক্তরা তার ছেলেকে মারধর করে। বিষয়টি স্থানীয় কাউন্সিলর নুর উদ্দীন মিয়াকে জানালে সে বিষয়টি দেখবে বলে জানায়। পরবর্তীতে তারা আবারও তার ছেলের উপর হামলা করলে সে থানায় সাধারণ ডায়েরী করেন।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি