ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যশোরে ৭ মামলার আসামি খুন

যশোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:২৭, ৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

যশোর শহরের খালধার রোডে অপু মিয়া (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। অপু মিয়ার নামে হত্যাসহ সাতটি মামলা রয়েছে। চিহ্নিত সন্ত্রাসী বলে তাকে চিনতো এলাকাবাসী।

মঙ্গলবার (৭ জুন) সকালে প্রতিপক্ষের হামলায় নিহত হন অপু মিয়া। তিনি যশোর শহরের খালধার এলাকার হাবিবুর রহমানের ছেলে।

যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি রূপান কুমার সরকার জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে অপু রিক্সায় শহরের মাছ বাজারে যাচ্ছিলেন। আলিয়া আমিনিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেয়ার পথে ফরিদপুরের একটি বেসরকারি ক্লিনিকে সকাল ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চাঁদাবাজ অপুর বিরুদ্ধে হত্যা, মাদক ও দ্রুত বিচার আইনে ৭টি মামলা রয়েছে। কথায় কথায় চাকু মারায় তার কুখ্যাতি ছিল।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি