ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪২, ৭ জুন ২০২২

চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর ধ্বংসস্তূপ থেকে আরও দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ ও দমকল কর্মীরা এই খবর নিশ্চিত করেছে। তবে সরকারিভাবে নতুন মরদেহ উদ্ধারের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেয়া হয়নি।

দমকল বাহিনীর একজন কর্মকর্তা জানান, ভেতরে দুটি পুড়ে যাওয়া দেহাবশেষ পেয়েছেন তারা। তবে অতিমাত্রায় পুড়ে যাওয়ার কারণে ভালো বোঝা যাচ্ছে না। ভেতরে অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে, মরদেহ উদ্ধার করে ডিএনএ পরীক্ষা করে দেখা হবে।

পুলিশ বলছে, এদের একজন দমকল কর্মীর মৃতদেহ বলে তারা ধারণা করছেন।

শনিবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪১ জন নিহত হবার খবর সরকারি ভাবে নিশ্চিত করা হয়েছে। এদিকে ওই কন্টেইনার ডিপোর আগুন এখন প্রায় নিয়ন্ত্রণে চলে এসেছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের ১৮ ব্রিগেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল ইসলাম।

আগুন লাগার ৬১ ঘণ্টা পর মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিপোর ফটকে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন আরিফুল ইসলাম। ডিপোতে নতুন করে আর কোনো বিস্ফোরণের ঝুঁকি নেই বলেও জানিয়েছেন তিনি।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি