ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় শিশুর কামড়ে সাপের মৃত্যু!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০০, ৭ জুন ২০২২

চুয়াডাঙ্গায় এক বছর বয়সী শিশুর কামড়ে একটি গোখরা সাপের বাচ্চার মৃত্যুর কথা জানিয়েছে পরিবার। সদর উপজেলার উজলপুর গ্রামের বিলপাড়ায় মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জান্নাতুল ফেরদৌস নামের শিশুটি বিলপাড়ার রিয়াজুল ইসলাম-শিলা খাতুন দম্পতির সন্তান।

শিলা গণমাধ্যমে বলেন, ‘‘সকালে দেড় বছর বয়সী চাচাতো ভাই কাউসারের সঙ্গে জান্নাতুল ঘরে বসে খেলছিল। খেলতে খেলতে দুজনই খাটের নিচে চলে যায়। খাটের নিচে থাকা একটা গোখরা সাপের বাচ্চাকে ধরে দুই জায়গায় কামড় দিয়ে রক্ত বের করে দেয় জান্নাতুল। এরপর সাপ হাতে নিয়েই খাটের নিচ থেকে বের হয়ে আসে সে।’’

পরে প্রায় আধ হাত লম্বা সাপের মৃত বাচ্চা ও জান্নাতুলকে নিয়ে দ্রুত হাসপাতালে যান পরিবারের সদস্যরা।

সদর হাসপাতালের শিশুবিশেষজ্ঞ মাহবুবুর রহমান মিলন গণমাধ্যমে জানান, শিশুটিকে সাপের বাচ্চা কামড় দিয়েছে কি না তা ভালোমতো পরীক্ষার জন্য তাকে শিশু ওয়ার্ডে ভর্তি করে পর্যবেক্ষণ করা হচ্ছে। বাহ্যিকভাবে শিশুটির মধ্যে কোনো জটিলতা দেখা যায়নি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি