ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে সৌদিগামী যাত্রী নিহত

নারায়নগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:৫৪, ৭ জুন ২০২২

নারায়নগঞ্জে রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে ট্রাক ও প্রাইভেটকার সংঘর্ষের জহির খান নামে সৌদিআরব গামী এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। 

নিহত জহির খান (৩৫) চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মুসলিম খানের ছেলে। আহতরা হলেন, নিহত জহিরের শ্যালক কাদির মিয়া (২০), একই এলাকার বিদেশগামী আরেক যাত্রী মো. জাহাঙ্গীর ও তার শ্যালক মিঠু (১৬) ও প্রাইভেটকার চালক মো. রুবেল (২৭)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা দুপুরে টেংরারটেক লিচু ফ্যাক্টরি সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে প্রাইভেটকার ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই নিহত হয় জহির খান। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত নবীর হোসেন জানান, মঙ্গলবার রাতের বিমানে সৌদি আরব যাওয়ার কথা ছিলো জহির ও একই এলাকার জাহাঙ্গীরের। সকালে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর থেকে প্রাইভেটকারে করে এয়ারপোর্টের যাওয়ার উদ্দেশ্যে বাড়ি রওনা হয় তারা। গাড়ির চালকসহ আরও তিন ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনালের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়। ট্রাকটিকে জব্দ করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি