ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে সিএন্ডএফ এজেন্টের কর্মবিরতি পালন 

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৫৭, ৭ জুন ২০২২

কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ও পণ্য চালান শুল্কায়ণে এইচএস কোড এবং সিপিসি নির্ধারণে প্রণীত বিভিন্ন আইন বাতিলের দাবিতে মঙ্গলবার (৭ জুন) সকাল থেকে মোংলা বন্দরে কর্মবিরতি পালন করছেন ফেডারেশন অব বাংলাদেশ কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন।  

ফলে বন্দরে আমদানী-রপ্তানী বাণিজ্যের সকল পণ্য ওঠানামা ও পরিবহণের কার্যক্রম থেকে বিরত রয়েছেন প্রায় ৫/৬শ শ্রমিক-কর্মচারী। বন্দর জেটিতে পণ্যের শুল্কায়ণ ও ছাড়করণের কাজ করে থাকেন এসব সিএন্ডএফ শ্রমিক-কর্মচারীরা। 

সংগঠনের মহাসচিব মো. সুলতান হোসেন খান বলেন, আমাদের এ দাবী না মানা পর্যন্ত মোংলা বন্দরসহ দেশের সকল শুল্ক ভবন ও ষ্টেশনে পূর্ণ দিবস কর্মবিরতি চলবে। 

তিনি আরও বলেন, তাদের এ কর্মবিরতির ফলে মোংলা বন্দরসহ সকল শুল্ক ভবন ও ষ্টেশনে পণ্যের শুল্কায়ণ ও ছাড়করণের কাজ সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি