ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৬, ৮ জুন ২০২২

সিরাজগঞ্জের সলঙ্গায় বাসের ধাক্কায় রহিমা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাসড়কের সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রহিমা বেগম সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের বাদেকুশা গ্রামের মৃত মছির উদ্দিন সরকারের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলসের একটি বাস সলঙ্গা থানার বাদেকুশা এলাকায় ওই বৃদ্ধাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রহিমা বেগম নিহত হন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান ঘটনাটি নিশ্চিত করে জানান, বাসটি থানায় আটক আছে। লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি