ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় ইলেক্ট্রিক পণ্যের গুদামে আগুন

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৬, ৯ জুন ২০২২

চুয়াডাঙ্গা শহরের মাস্টারপাড়া এলাকায় একটি তিনতলা বাড়ির নিচতলায় ইলেক্ট্রিক পণ্যের গুদাম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। এর আগে বুধবার রাত একটার দিকে মামুন ইলেক্ট্রিক নামের একটি প্রতিষ্ঠানের গুদামে ওই আগুন লাগে। 

আধাঘন্টা পর নৈশ প্রহরীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চারটি ইউনিট কাজ শুরু করে। টানা চারঘন্টার প্রচেষ্টায় বৃহস্পতিবার সকাল সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।

গুদামে রাখা বৈদ্যুতিক বাল্ব ও তারসহ ২০ লক্ষাধিক টাকা মূল্যের ইলেক্ট্রিক পণ্য আগুনে পুড়ে যায় এবং ভবনেরও বেশ ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি