ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বিদ্যুৎস্পৃষ্টে ছোটভাইয়ের মৃত্যু, বড়ভাই আহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪১, ৯ জুন ২০২২

নোয়াখালীর কবিরহাট উপজেলায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তৌহিদুল ইসলাম (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে নিহত শিশুটির বড়ভাই রবিউল ইসলাম (৯)।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কবিরহাট পৌরসভার ফতেজঙ্গপুর এলাকার দুলা মিয়ার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৌহিদুল ইসলাম ও আহত রবিউল ইসলাম ওই বাড়ির নুর ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টির পর অন্য ছেলেদের সাথে বাড়িতে খেলছিল দুই ভাই। বেলা ১১টার দিকে নিজেদের বসত ঘরের পাশের খেলা করার সময় দুই ভাই সুপারি গাছ বেয়ে ঘরের টিনের ওপর উঠে। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয় তারা। 

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত রবিউলকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে বসত ঘরের বিদ্যুতের তার থেকে ঘরের টিন বিদ্যুতায়িত হয়েছিল। গাছ বেয়ে তারা ওই টিনের উপর উঠলে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নিহতের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি