ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্ত্রীর সঙ্গে ঝড়ার পর কৃষকের মরদেহ উদ্ধার, রহস্যের সৃষ্টি

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৫, ৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে মো. আবদুর রব (৭০) নামের এক কৃষকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মৃতদেহ গাছের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেলেও তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নিহতের মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত আবদুর রব চরজব্বার ৫নং ওয়ার্ডের মনোহর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিষয় নিয়ে বুধবার রাতে আবদুর রবের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়। এরপর রাতে খাবার শেষে যে যার মত ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার সকালে ঘরের পার্শ্ববর্তী একটি গাছের সাথে গলায় রশি পেঁছানো অবস্থায় আবদুর রবের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন। 

কিন্তু তার পা মাটির সাথে লাগানো থাকায় বিষয়টি রহস্যের সৃষ্টি হয়েছে।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি