ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

সুন্দরবনে পোনা আহরণকালে ১২ জেলে আটক

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫২, ৯ জুন ২০২২

নিষেধাজ্ঞা অমান্য করে সুন্দরবনে অবৈধভাবে প্রবেশ করে বাগদা ও গলদার রেনু পোনা আহরণের অপরাধে ১২ জেলেকে আটক করেছে বন বিভাগ। 

বৃহস্পতিবার (৯ জুন) দুপুরে বন আইনে মামলা দায়েরপূর্বক আটককৃতদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (৮ জুন) রাতে সুন্দরবক পূর্ব বনবিভাগের শরণখোলা স্টেশনের আড়াইবেকীর মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটক জেলেদের কাছ থেকে ৪টি নৌকা, রেনু পোনা ধরা ৮ সেট নেটজাল, ৪টি সোলার প্যানেল, ৪টি ব্যাটারিসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়। 

আটক জেলেরা হলেন বাগেরহাটের শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের খালেক জমাদ্দার (৬৬), মিরাজ হাওলাদার (৬৫), ছগির হাওলাদার (৪৩), সামাদ হাওলাদার (৩২), মালেক জমাদ্দার (৫০), জলিল হাওলাদার (৪৫), ছিদ্দিকুর রহমান (৪০), রফিকুল হাওলাদার (৩৮), হালিম পহলান (৪০), শরণখোলা গ্রামের নজরুল হাওলাদার (৪২), ইসমাইল হাওলাদার এবং উত্তর সাইথখালী গ্রামের হাবিব শেখ (৫০)। 

পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. আসাদুজ্জামান বলেন, কিছু অসাধু জেলে নিষেধাজ্ঞা অমান্য করে গোপনে বাগদা ও গলদা রেনু পোনা আহরণের জন্য সংরক্ষিত বনে প্রবেশ করে। এসময়ে গোপন সংবাদের মাধ্যমে স্মার্ট প্যাট্রলিং দলের সদস্যরা ১২ জেলেকে আটক করে। 

উল্লেখ, মাছের প্রজনন মৌসুম শুরু হওয়ায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনে মৎস্য আহরণে নিষেধাজ্ঞা চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি