ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৬, ৯ জুন ২০২২

জয়পুরহাটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আজাদুল ইসলাম (৪৮)। বৃহস্পতিবার (৯ জুন) সকালে পাঁচবিবি উপজেলার ফিচকাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত কৃষক আজাদুল ইসলাম পাঁচবিবি উপজেলার ফিচকা পাড়া গ্রামের মুজিবর রহমানের ছেলে। 

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টির মধ্যে বাড়ির পাশের জমিতে আজাদুল পলো দিয়ে মাছ ধরতে যান। এসময় হঠাৎ বজ্রপাতে আজাদুলের পুরো শরীর ঝলসে যায়।

পরে গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি