উজানের ঢলে উত্তরাঞ্চলে বন্যা
প্রকাশিত : ১৪:৪১, ১০ জুন ২০২২ | আপডেট: ১৪:৪২, ১০ জুন ২০২২
তিনদিনের টানা বর্ষণ আর উজানের ঢলে রংপুর, সিরাজগঞ্জ, শেরপুর ও গাইবান্ধায় বেড়েছে নদ-নদীর পানি। ভাঙছে নদী, ডুবে আছে তীরের বিস্তীর্ণ জনপদ আর ফসলিজমি। ভেসে গেছে ঘেরের মাছ। পানিবন্দি এসব অঞ্চলের কয়েক হাজার মানুষ।
পশ্চিমবঙ্গের গজলডোবায় ব্যারেজের গেট খুলে দেওয়ায় তিস্তা নদীর পানি বেড়ে ঢুকেছে রংপুরের গঙ্গাচড়া উপজেলার ছয়টি ইউনিয়নের ২৫টি গ্রামে। এতে পানিবন্দি হয়ে পড়েছেন বহু মানুষ।
পানি বেড়েছে সিরাজগঞ্জের যমুনা নদীতেও। স্রোতে ভাঙছে যমুনার পূর্বপাড়ের বাঘুটিয়া, চরবিনানই, ভুতের মোড় ও দেওয়ানগঞ্জ। আতঙ্কে বাড়িঘর ছাড়ছেন নদীতীরের বাসিন্দারা।
এদিকে সিরাজগঞ্জের এনায়েতপুরেও শুরু হয়েছে নদী ভাঙ্গন। শুক্রবার সকালে নদীগর্ভে বিলিন হয়ে যায় ১৮টি বাড়ি।
গাইবান্ধায় তিস্তা যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে সবজি ক্ষেতসহ অন্যান্য ফসলিজমি।
শেরপুরের মহারশী, চেল্লারখালী এবং ভোগাই নদীর পানি বেড়ে দুই পাড়ের প্রায় চল্লিশটি গ্রামে পানি ঢুকেছে। ভেসে গেছে ঘেরের মাছ, প্লাবিত হয়েছে ফসলিজমি। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় দশ হাজার মানুষ।
এসবি/
আরও পড়ুন