ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজশাহীতে ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫১, ১০ জুন ২০২২

Ekushey Television Ltd.

রাজশাহীতে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। শুক্রবার সকালে নগরীর বোয়ালিয়া থানার হোসনীগঞ্জ বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এর উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল। 

এসময় রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম ও সিটি করপোরেশনের ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান উপস্থিত ছিলেন।

নতুন ভোটার হতে আসা আয়শা খাতুন বলেন, “ভোটার হতে এসে অনেক ভালো লাগছে। জাতীয় পরিচয় পত্র না থাকায় যেসব সমস্যা হতো এখন থেকে আর সে বিড়ম্বনায় পড়তে হবে না। নতুন আইডি কার্ড পাবো, আগামীতে ভোট দিতে পারবো এ জন্য খুব ভালো লাগছে।”

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার হালনাগাদ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১ জানুয়ারী ২০০৭ সাল পর্যন্ত যাদের জন্ম তাদেরকে ভোটার তালিকায় নিবন্ধন করা হচ্ছে। 

এ কাজে সিটি করপোরেশনের পক্ষ থেকে সহযোগিতা দেয়া হচ্ছে বলে জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর।

তিনি বলেন, “এবারের ভোটার তালিকা হালনাগাদের বিশেষত্ব হচ্ছে যাদের বয়স ১৬ হয়েছে তারাও নিবন্ধন করতে পারবে। আগামী ২ বছর পর তারা ভোটার বলে গণ্য হবেন। বর্তমানে রাজশাহী জেলায় ভোটার সংখ্যা প্রায় ২২ লাখ। 

এবার হালনাগাদের ফলে ৫০ থেকে ৭০ হাজার বাড়তে পারে বলে জানান জেলা প্রশাসক।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি