ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে সড়কের পাশে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৫৮, ১০ জুন ২০২২

নোয়াখালী সুবর্ণচর উপজেলার সোনাপুর-চেয়ারম্যানঘাট আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত (৫৫) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে চলন্ত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন।

শুক্রবার (১০ জুন) সকালে চরজুবিলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফায়ার সার্ভিস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিক নিহতের পরিচয় জানাতে পারেনি কেউ।

স্থানীয় বাসিন্দা মো. সোহেল জানান, প্রাথমিক ধারণায় বোঝা যাচ্ছে বৃহস্পতিবার দিনগত রাতের কোনো এক সময় চলন্ত যানবাহনের ধাক্কায় ওই ব্যক্তি মারা গেছেন। শুক্রবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার অজ্ঞাত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, “নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। দিনের বেলায় উপজেলার বিভিন্ন স্থানে তাকে ঘোরাঘুরি করতে দেখা যেতো। ময়নাতদন্তের জন্য মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম-ঠিকানা সংগ্রহের চেষ্টা চলছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি