ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বারী হত্যাকাণ্ড: নটোরে সাংবাদিকদের মানববন্ধন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩২, ১০ জুন ২০২২

ডিবিসি নিউজের জ্যেষ্ঠ প্রযোজনা নির্বাহী আব্দুল বারী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নটোরের সাংবাদিকরা। 

শুক্রবার বেলা ১১ টার দিকে নাটোর প্রেসক্লাব চত্বরে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তারা আব্দুল বারী হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, হত্যার ৭২ ঘন্টা পরেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যারা মানুষের সমস্যার কথা বলে, অন্ধকারে আলোর পথ দেখায় তারাও আজ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। 

বক্তারা আরও বলেন, এর আগে সাগর-রুনী দম্পতিসহ যেসব সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের হত্যার আজও কোন বিচার হয়নি। এই বিচারহীনতার কারণেই ঘটছে একর পর এক সাংবাদিক হত্যাকাণ্ড। 

বক্তারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত খুঁজে বের করে গ্রেফতার ও বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। 

মানববন্ধনে বক্তব্য রাখেন, সাংবাদিক ফারাজি আহমেদ রফিক, বাপ্পী লাহিড়ী, রনেন রায়, জালাল উদ্দিন,পরিতোষ অধিকারী, নাজমুল হাসান, ইসাহাক আলীসহ অন্যান্য সাংবাদিকরা।

মানববন্ধনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুবিদ কুমার মৈত্র অলোক।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি