ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ২৩:০৮, ১০ জুন ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের সলঙ্গায় বড় ভাইয়ের ইটের আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম বাবলু মিয়ার (৪৫)। নিহত বাবলু মিয়া পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর ছেলে। এ ঘটনার পর থেকে বড় ভাই আব্দুল মজিদ পলাতক রয়েছে। 

শুক্রবার সন্ধ্যায় সলঙ্গা থানার পাঁচলিয়া গ্রাম থেকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, পাঁচলিয়া গ্রামের মৃত ওয়াহেদ আলীর দুই ছেলে বাবলু মিয়া ও আব্দুল মজিদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে শুক্রবার সন্ধায় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির হয়। এক পর্যায়ে বড় ভাই আব্দুল মজিদ ছোট ভাই বাবলু মিয়াকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। 

পরে পরিবারের সদস্যরা তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মামলার করবে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি