ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নোয়াখালীতে হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪৬, ১১ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর বেগমগঞ্জে হত্যা ও বিস্ফোরক মামলার পলাতক আসামি মোরশেদ ওরফে লম্বা মোরশেদকে (২৯) গ্রেফতার করেছে র‌্যাব।

শুক্রবার (১০ জুন) রাতে আমানউল্যাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১১ (সিপিসি-৩, নোয়াখালী) অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। 

গ্রেফতার মোরশেদ চৌমুহনী পৌর করিমপুর গ্রামের মো. আলী আকবরের ছেলে। 

অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে মোরশেদকে গ্রেফতার করে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।” 

এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, ২০২০ সালের হত্যা ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোরশেদকে এতদিন ধরা সম্ভব হচ্ছিল না। র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়েছে। মোরশেদকে শনিবার আদালতে সোপর্দ করা হবে।

আরএমএ/এমএম
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি