ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১১ জুন ২০২২

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটা পড়ে লিটন হক (৪৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

শনিবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেল সড়কের উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত লিটন উপজেলার চর টেংরাইল গ্রামের মৃত সামসুল হকের ছেলে। 

এ বিষয়ে জামতৈল রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান, সকালে দুধ কিনতে রেললাইন পার হয়ে জামতৈল বাজারে যাচ্ছিলেন লিটন। এসময় ঢাকা থেকে চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যরা নিয়ে গেছে।

আরএমএ/এমএম/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি