ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

পারাবত এক্সপ্রেসের আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১১ জুন ২০২২ | আপডেট: ১৫:৩৭, ১১ জুন ২০২২

ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনের এসি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে শনিবার ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। যদিও বেলা ২টার পর ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার বেলা পৌনে ১টার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে পারাবত এক্সপ্রেসের এসি বগিতে আগুন লেগে যায়।

প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন—ট্রেনটির এসির কোনো ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত।

অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, “শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।”

শমসেরনগর স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন বলেন, “এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।”

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, “ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করে। বর্তমানে ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি