ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত

 নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১১ জুন ২০২২

নোয়াখালীর সূবর্ণচরে অটোরিকশার ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম জুনায়েদ ইসলাম ফাহিম (৬)।   শনিবার (১১ জুন) দুপুর দেড়টায় খাসেরহাট তাহফিজুল উম্মাহ বালিকা হিফজ মাদরাসার সামনে সড়কে এ ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ ইসলাম ফাহিম চরবাটার উত্তর চরকচ্ছপিয়া গ্রামের আমিন উল্যাহ বাহারের ছেলে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক তরিক খন্দকার বিষয়টি নিশ্চিত করেন। 

তিনি বলেন, খবর পেয়ে অভিযুক্ত অটোরিকশা আটক ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি