ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে জাহাজ থেকে স্ক্র্যাপ চুরিকালে মাস্টারসহ আটক ৭

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৩, ১১ জুন ২০২২

Ekushey Television Ltd.

চট্টগ্রামে কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাটে নোঙর করা এমভি টিটু-১৬ জাহাজ থেকে আমদানিকৃত স্ক্র্যাপ চুরি করার সময় সাত জনকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- জাহাজের মাস্টার আমিরুল ইসলাম (৫৫), সুকানি মো. রিয়াদ মল্লিক সোহাগ (২০), মো. রাকিব হোসাইন (২২), মো. সাকের উল্লাহ (৩২), আজিজুল হক (২৮), আজিম উদ্দিন (২১) ও জামিল আক্তার (৪৩)।

সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, আমদানি করা স্ক্র্যাপ বোঝাই জাহাজ এমভি টিটু-১৬ কর্ণফুলী নদীর ডায়মন্ড ঘাট এলাকায় নোঙর করা ছিল। শুক্রবার রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট নৌ থানার টহলদলের সদস্যরা তাদের আটক করে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলেও তিনি জানান।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি