ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ধর্ষণের শিকার স্কুলছাত্রী, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১৫, ১২ জুন ২০২২

দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণ করে ১৯ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  মো. আনাছ আলী সুমন (২৬) নামে এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১১ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

এর আগে শনিবার সকালে র‍্যাব-৬ এর সহযোগিতায় খুলনার রূপসা থানার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে ভুক্তভোগীকে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মো. আনাছ আলী সুমন খুলনার রূপসা থানার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে।

র‌্যাব কর্মকর্তা খন্দকার মো. শামীম হোসেন বলেন, ভুক্তভোগীর মায়ের দায়ের করা অভিযোগে তথ্য প্রযুক্তির ভিত্তিতে শনিবার সকাল ১০টায় খুলনা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে। আসামি স্ত্রী পরিচয়ে আটক রেখে ভুক্তভোগীকে গত ১৯ দিনে একাধিক বার তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। 

এ ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় মামলা রুজু করে আসামিকে সেখানে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

স্কুলছাত্রীর মা জানান, “গত ২৩ মে (সোমবার) দুপুরের দিকে পার্শ্ববর্তী আব্বাস মেম্বারের বাড়ি যাওয়ার পথে আসামি সুমনসহ তার সহযোগীরা পূর্ব পরিকল্পিতভাবে আমার অবুঝ মেয়েকে বিবাহের প্রলোভন দিয়ে অপহরণ করে। আমি তাদের উপযুক্ত শাস্তি চাই।”

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি