ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

উজানের ঢলে তিস্তার পানি বৃদ্ধি

রংপুর প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৯, ১২ জুন ২০২২

টানা বৃষ্টি আর উজানের ঢলে রংপুরে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত আছে।

ডালিয়ায় তিস্তা ব্যারেজ ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমা অতিক্রম না করলেও কাছাকাছি অবস্থানে রয়েছে। 

পানি বাড়ায় গঙ্গাচড়া উপজেলার ৬ ইউনিয়নের তিস্তা তীরবর্তী দুর্গম চরাঞ্চলের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। অনেক পরিবার ঘরবাড়ি ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বাঁধে আশ্রয় নিয়েছে। 

এদিকে, শেরপুরের ঝিনাইগাতী ও নালিতাবাড়িতে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে দুই উপজেলার প্লাবিত ৪০টি গ্রামের ১০ হাজার মানুষ এখনও পানিবন্দী। 

দেড় শতাধিক পুকুর ও মাছের খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি