ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

খালাত ভাইয়ের মোটরসাইকেলে উঠে প্রাণ হারালেন তিষা

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩০, ১২ জুন ২০২২ | আপডেট: ১২:৪৯, ১২ জুন ২০২২

নিহতের স্বজনদের আহাজারি

নিহতের স্বজনদের আহাজারি

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পাওয়ার ট্রিলারের সাথে ধাক্কা লেগে তিষা আক্তার নামের এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এসময় নিহতের খালাতো ভাই পলাশ আহত হয়েছেন।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে খালাতো ভাইয়ের সাথে মোটরসাইকেল করে পরীক্ষা দিতে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিষা মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। সে সদর উপজেলার বামনপাড়ার বাসিন্দা ও জেলা প্রশাসকের গাড়ি চালক আব্দুল মোমিনের কন্যা।

আহত পলাশ জানান, “সকালে বিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে মেহেরপুর শহরে যাবার সময় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থাকা গতিরোধক পার হয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশ দিয়ে যাওয়া পাওয়ার ট্রিলারের সাথে ধাক্কা লাগে। এতে আমি ও তিষা সড়কের উপরে আছড়ে পড়ি।”

“পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্মরত ডাক্তার তিষাতে মৃত ঘোষণা করেন।”

খবর পেয়ে মেহেরপুর জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলমসহ সরকারি কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ দারা খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী তিষা পরীক্ষা দিতে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

পরে পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দেওয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

এএইচ//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি