ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বান্দরবানে বৌদ্ধ ভিক্ষুর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৬, ১২ জুন ২০২২

বান্দরবান সদর উপজেলার একটি বিহার থেকে এক বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকালে উপজেলার কুহালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এলাকার মিনঝিরি পাড়ার বৌদ্ধ বিহার থেকে লাশটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মৃত ভদন্ত নন্দবংশ মহাথের (৭৪) রোয়াংছড়ি উপজেলার আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্দা গ্রামের মৃত মংহ্লাচিং মারমার ছেলে। তিনি মিনঝিরি বৌদ্ধ বিহারে বিহারাধ্যক্ষ ছিলেন।

নন্দবংশ মহাথেরোর শিষ্যরা জানান, নন্দবংশ ভিক্ষু বিহারে দ্বিতীয় তলায় সবসময় একা ঘুমাতেন। সকালে প্রার্থনা করতে আসা পাড়ার একজন বাগানে ফুল তুলতে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়দের জানালে তারা থানায় খবর দেন।

মহাথেরোর ছোট ভাই ক্যজাইপ্রু মারমা জানান, বিশ বছর বয়সে তার ভাই বৌদ্ধ ভিক্ষুত্ব লাভ করেন। বৌদ্ধ ভিক্ষু হিসেবে বিভিন্ন বিহারে ৫৪ বছর কাটিয়েছেন। সবশেষ মিনঝিরি পাড়া বৌদ্ধ বিহারে তের বছর ধরে রয়েছেন তিনি। কি কারণে এ ঘটনা ঘটেছে তা তারা জানেন না।

ঘটনাটি তদন্ত করা হচ্ছে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি