ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভোলায় জনশুমারি সচেতনতায় র‌্যালী 

ভোলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৭, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বিএনসিসি সুন্দরবন রেজিমেন্টের উদ্যোগে ৬ষ্ঠ জনশুমারি প্রচারণার অংশ হিসাবে র‌্যালী ও লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১২ জুন) সকালে ভোলা জেলা প্রশাসক কার্যলয়ের সামনে থেকে এই কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ একইসঙ্গে লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করা হয়।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) সুন্দরবন রেজিমেন্টের এই কর্মসূচিতে ভোলা সরকারি কলেজ, ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ ও ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ের বিএনসিসি প্লাটুন অংশ নেয়।

এসময়ে উপস্থিত ছিলেন ভোলা সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজ সহকারী অধ্যাপক ভোলা জেলার সমন্বয়কারী পিইউও মো: ফরিদুজ্জামান, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ভোলা জেলার উপ-পরিচালক মো: মাকসুদুর রহমান, পিইউও প্রভাষক মো: শাহাবুদ্দিন, টিইউও মো: শফিকুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, আগামী ১৫ থেকে ২১ জুন কর্মীরা সবার বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। পরিসংখ্যান আইন ২০১৩ অনুযায়ী বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই শুমারি পরিচালনা করছে। 

জনশুমারি প্রদত্ত সকল ব্যক্তিগত তথ্যের গোপনিয়তা নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পরিসংখ্যান ব্যুরো।

আরএমএ/এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি