ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পরিত্যক্ত গোয়ালঘরে মিলল ১২২৫ লিটার সয়াবিন তেল

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৬, ১২ জুন ২০২২

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মুজদকৃত ১২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পাশ্ববর্তী বেলালের বাড়ির একটি গরু রাখার পরিত্যক্ত ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়।

পুলিশ জানায়, একটি পরিত্যাক্ত গরু ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসায়ীর বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রেখেছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই রিয়াজ হাসানের নেতৃত্বে রোববার ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের ৫ লিটারের ৬২ কাটুন সয়াবিন তেল জব্দ করা হয়, প্রতি কাটুনে ৫ লিটারের ৪টি করে বোতল রয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত তেলগুলো আদালতে জমা দেওয়া হবে। এ বিষয়ে আদালত থেকে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি