ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাতিয়ায় অস্ত্রসহ ২ ভাই গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৪৮, ১২ জুন ২০২২

Ekushey Television Ltd.

নোয়াখালীর হাতিয়ার চানন্দী ইউনিয়নে মো. ইব্রাহিম (৫৫) ও ইমাম উদ্দিন (৩৮) নামের দুই ভাইকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১১ জুন) গভীর রাতে আমিন বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। রোববার দুপুরে তাদেরকে মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ি থেকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

গ্রেফতার মো. ইব্রাহিম ও মো. ইমাম উদ্দিন চানন্দী ইউনিয়নের মিয়াজী গ্রামের মো. হানিফের ছেলে। তাদের কাছ থেকে তিনটি সাউন্ড গ্রেনেড, একটি ধারালো লোহারপাত ও একটি কিরিছ জব্দ করা হয়েছে।

হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্থানীয় জনগণ আসামিদের আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

এদিকে ৩০ বছর পর চানন্দী ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্রেফতাররা চানন্দী ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. শামীম আহমেদের (ঢোল প্রতীক) মামা।

প্রার্থী শামীম আহমেদ বলেন, আমার মামারা স্থানীয় ভূমিহীন বাজারের ব্যবসায়ী। নির্বাচনে আমাকে হেয় করতে প্রতিপক্ষের নৌকার লোকেরা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

মোর্শেদ বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হেলাল উদ্দিন জানান, ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় নিশ্চিদ্র নিরাপত্তাসহ ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি