ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রকাশিত : ২৩:৫৮, ১২ জুন ২০২২ | আপডেট: ০০:০২, ১৩ জুন ২০২২
ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামে বৃষ্টির সময় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আল আমিন (২৭)।
রোববার দুপুর এ ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান সেরেকুল ইসলাম নিশ্চিত করেছেন। নিহত কৃষক নারগুন ইউনিয়নের উত্তর মন্ডলপাড়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, কৃষক আল আমিন মাঠে গরুর জন্য ঘাস কাটছিল। দুপুরের দিকে প্রচণ্ড ঝড়ো হাওয়াসহ বৃষ্টি শুরু হলে তিনি মাঠ থেকে বাড়ির দিকে দৌড়াতে থাকেন। কিন্তু কিছুদূর যেতে না যেতেই বিকট শব্দে আল আমিনের উপর বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
এ ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়রী করে স্থানীয় ইউপির চেয়ারম্যান সেরেকুল ইসলামের মাধ্যমে লাশ দাফনের ব্যবস্থা করা হয়েছে বলে জানান ওসি তানভিরুল ইসলাম।
কেআই//
আরও পড়ুন