ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

রূপপুরে রুশ নাগরিকের লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৫, ১৩ জুন ২০২২ | আপডেট: ১২:৫৮, ১৩ জুন ২০২২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে পাবনার ঈশ্বরদীতে। মৃত ইভানভ অ্যান্টন (৩৩) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

রবিবার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে বিদেশিদের আবাসন প্রকল্প গ্রিনসিটির একটি ভবনে লিফটের সামনে থেকে ওই রুশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, রাতে গ্রিনসিটি আবাসিকের ২ নম্বর ভবনের ১২ তলার লিফটের সামনে ইভানভ কয়েক দফা বমি করেন। এরপর অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে থাকতে দেখা যায় তাকে। পরে রূপপুর বিদ্যুৎ প্রকল্পের চিকিৎসকেদের খবর দেওয়া হল তারা গিয়ে ইভানভকে মৃত ঘোষণা করেন।

রুহুল বলেন, “ইভানভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রকল্পের চিকিৎসকরা ধারণা করছেন।”

ওসি অরবিন্দ বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ইভানভের লাশ দূতাবাসের সহযোগিতায় তার লাশ নিজ দেশে পাঠানো হবে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি