ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎ লাইনে কাজ করতে গিয়ে শ্রমিক নিহত

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫০, ১৩ জুন ২০২২

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের কাজ করার সময় ক্রেন থেকে পরে রাসেল মিয়া (২২) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। 

সোমবার (১৩ জুন) সকালে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এ ঘটনা ঘটে।

নিহত রাসেল মিয়া গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার মহদীপুর ইউনিয়নের গড়ানআতা গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে। তিনি আইমার্ট ইঞ্জিনিয়ারিং নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানান, কাজ করার সময় ইটের উপর পা স্লিপ করে লোহার বিমের উপরে পরে ডান কানের নিচে ও মাথায় আঘাতপ্রাপ্ত হওয়ায় রক্তক্ষরণ হয় তার। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলার জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন মামুন বলেন, মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কাজ করতে গিয়ে রাসেল নামের এক শ্রমিক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তার মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি